বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা দক্ষিণ-মহানগরের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪ আয়েশা আক্তার: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ গতকাল শনিবার (২৬ শে অক্টোবর) বিকাল ৩ টায় নগরীর ধর্ম সাগরস্থ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন মাঠে বিভিন্ন উপজেলা ও মহানগর থেকে আগত হাজার হাজার শ্রমিকের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা জেলা শ্রমিক দলের আহবায়ক হাজী তাজুল ইসলামের সভাপতি¦তে মহানগর শ্রমিক দলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক খন্দকার কামরুল হাছান টিপুর সঞ্চালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক, জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক হাজী আমিন-উর রশিদ ইয়াছিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর গফুর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা মহানগর শাখার আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। দক্ষিন জেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন সদস্য সচিব জালাল উদ্দিন, মহানগর শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেন মাত্র দুই মাসে এত বড় সমাবেশ প্রমান করে, পরবর্তী সমাবেশ এই মাঠে জায়গা হবেনা টাউন হলে করতে হবে। এতেই প্রমান করে যোগ্য নেতৃত্ব নির্বাচন করেছি। এখন আপনাদের মামু ভাঙ্গিনার অভাব হবে না, দাওয়াত খাইতে চাইবে, তাদেরকে জায়গা দেবেন না, বলবেন, আগামী নির্বাচনে বিএনপি কে ভোট দাও, তার পরে দাওয়াত চাও। এর আগে তাদের জায়গা নেই। কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর শ্রমিক দলের পাশে জেলা বিএনপি ছিল, আগামী দিনে ও থাকবে। প্রধান বক্তা আব্দুর রহিম বক্স দুদু বলেন শ্রমিক নেতাদের যথাযত মুল্যায়ন করা হয় না, আমি গত দুইদিন কুমিল্লার বিভিন্ন শ্রমিক অঙ্গনে গিয়ে শুনলাম আর শ্রমিক সমাবেশ এসে দেখলাম কুমিল্লায় শ্রমিক বান্ধন আছেন, তিনি হলেন হাজী আমিন-উর রশিদ ইয়াছিন। SHARES প্রচ্ছদ বিষয়: