বরুড়ায় শারদীয় দূর্গাপুজা প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪ Oplus_131072 স্টাফ রিপোর্টার: কুমিল্লার বরুড়ায় ৬ অক্টোবর ২৪ ইং শারদীয় দূর্গাপুজা প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্ণেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছান, ক্যাপ্টেন মোঃ বোরহান উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মমিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুস ছালাম, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ জালাল উদ্দীন, উপজেলা আনসার কর্মকর্তা সেলিনা আক্তার, সাবেক বরুড়া পৌর মেয়র জসিমউদদীন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, জামায়াতে ইসলামী বরুড়ার আমীর মাওলানা মোঃ শাহাদাৎ হোসেন, পুজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ তপন কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক মাস্টার তপন বনিক, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, ওরাই আপনজন সামাজিক সংগঠন সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম, রক্ত ঋণের সভাপতি মোঃ শরিফ উদ্দিন, মানবসেবা সংগঠনের সভাপতি মুফতি মোঃ মমিন উল্লাহ, বরুড়া মাদক প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ ওমর ফারুক, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ ইকরামুল হক, সাংবাদিক জসিম উদ্দিন খোকন, সাংবাদিক সলিল রঞ্জন বিশ্বাস, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ মোস্তাকিন পাটোয়ারী, পৌরসভা ছাত্র দলের আহবায়ক মোঃ পাভেল হোসেন প্রমুখ। শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আজান ও নামাজের সময় সাউন্ড বিরত রাখার জন্য অনুরোধ করে পাশাপাশি সকল মসজিদে একই সময় আজান ও নামাজ আদায় করার জন্য অনুরোধ করা হয়েছে। সিসি ক্যামেরা ও জেনারেটর পুজা মন্ডবের রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সেনাবাহিনী, পুলিশ, আনসার, ও শিক্ষার্থীরা, সামাজিক সংগঠনের দায়িত্ব শীলরা শারদীয় দূর্গাপুজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষে সজাগ দৃষ্টি রাখবে। কিশোর গ্যাংগ প্রতিরোধে সর্বাত্বক পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না। SHARES প্রচ্ছদ বিষয়: