বরুড়ায় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪

মোঃ জহির হোসেন বরুড়া :-
বরুড়া উপজেলার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ই ডিসেম্বর মঙ্গলবার বেলা এগারটায় বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যু এমং মারমা মং এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ২৩ বীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহমুদুল হাসান (পিএসসি),বরুড়ার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন বোরহান উদ্দিন। সভায় বক্তব্য রাখেন বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা নাছিমা বেগম, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন , বরুড়া বাজার কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সাবেক আড্ডা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাফর উল্ল্যাহ চৌধুরী বরুড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ তপন ভৌমিক, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আহমদ, সাংবাদিক জসিম উদ্দিন খোকন, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রপ্রতিনিধি মোস্তাকিম পাটোয়ারী ও পাভেল।