প্রবাসী দিবস উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী প্রবাসী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪ আয়েশা আক্তার: কুমিল্লায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী প্রবাসী মেলা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রাঙ্গনে দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার। ‘প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ স্লোগানে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লার আয়োজনে মেলায় অংশ নেন প্রবাসগামী তরুণরা। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লার সহকারি পরিচালক রাহেনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সারসহ আগত অতিথিরা। এসময় নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসে গমন, হুন্ডি বর্জন করে ব্যাংকিং উপায়ে টাকা প্রেরণ ও করিগরী দক্ষতা অর্জনে করনীয় নানা বিষয়ে প্রবাসগামীদের পরামর্শ দিতে মেলায় সাজানো হয়েছে ১৫টি স্টল। আলোচনা সভা শেষে কুমিল্লা জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ৭ অভিবাসী কর্মী ও ব্যাংক সমূহকে পুরস্কার প্রদান করা হয়, প্রবাসে মৃত ৫ কর্মীর পরিবারের হাতে আর্থিক অনুদান, প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে আর্থিক অনুদান, প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানকে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক বলেন, দেশের মোট প্রবাসী জনশক্তির দশ শতাংশ কুমিল্লা থেকে গিয়েছে। দক্ষতা অর্জনের মাধ্যমে প্রবাসে গেলে অধিক পরিমাণ রেমিটেন্স অর্জন করা সম্ভব। SHARES প্রচ্ছদ বিষয়: