সাইফুল ইসলাম:
পল্লী বিদ্যুৎ সমিতির ২০ কর্মকর্তার নামে মামলা এবং চাকুরি থেকে স্থায়ী বরখাস্তের প্রতিবাদ ও ১২ ঘণ্টার মধ্যে চেয়ারম্যানের অপসারণ, মামলা প্রত্যাহার ও দাবি বাস্তবায়নের আল্টিমেটাম কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎবিহীন রয়েছে পুরো উপজেলা।বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সন্ধা ৭টা এ রিপোর্ট লেখা পর্যন্ত নাঙ্গলকোটের সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
পল্লী বিদ্যুৎ সমিতি-০৪ এর নাঙ্গলকোট জোনাল অফিসে গিয়ে জানা যায়, আগামী ১২ ঘণ্টার মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ, সমিতির কর্মকর্তাদের চাকরি অপসারণের আদেশ ও মিথ্যা মামলা হয়রানিমূলক বদলির আদেশ প্রত্যাহার এবং দুই দফা বাস্তবায়নে পরিপত্র জারির কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার নাঙ্গলকোটে পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এ এই ঘটনা ঘটে।
নাঙ্গলকোট পল্লী বিদ্যুৎ সমিতি অফিস এজিএমকম-শহিদুল ইসলাম বলেন,গত জানুয়ারি মাস থেকে পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলন চলে আসছে, হঠাৎ করে আজ আমাদের প্রায় ৩০ জন কর্মকর্তাকে চাকুরী থেকে বরখাস্ত করার প্রতিবাদে এবং চেয়ারম্যানের অপসারণ দাবিতে সারা বাংলাদেশে এ আন্দোলন শুরু হয়। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সহকারি মাহফুজ আলম স্যার আমাদের আশ্বাস দিয়েছেন আগামী রবিবারের মধ্যেই এটি সমাধান করবেন। এরপর থেকে আমাদের কর্মসূচি বন্ধ রয়েছে।
বিদ্যুৎ বন্ধ থাকায় নাঙ্গলকোট পৌরসদরসহ ১৬ ইউনিয়নের অফিস, বাসাবাড়ি এবং ব্যাবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী বলেন,সারাদিন বিদ্যুৎ বন্ধ ছিল, এখন চালু রয়েছে।