নাঙ্গলকোটে মানবতার দেয়াল উদ্বোধন দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪ filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38; সাইফুল ইসলাম : অপ্রয়োজনীয় কাপড় রেখে যান, প্রয়োজনীয় কাপড় নিয়ে যান এই স্লোগানে রেইনবো ব্লাড ডোনেশন সোসাইটি বাংলাদেশের উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোটে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ গেইটে এ মানবতার দেয়াল উদ্বোধন করা হয়। রেইনবো ব্লাড ডোনেশন সোসাইটি বাংলাদেশ সাধারণ সম্পাদক ক্বারী মাসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী। রেইনবো ব্লাড ডোনেশন সোসাইটি বাংলাদেশ প্রতিষ্ঠাতা সাখাওয়াত হোসেন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির নাঙ্গলকোট উপজেলা উইমেন্স গ্রুপ সভাপতি আকলিমা আক্তার, সাধারণ সম্পাদক প্রিয়া খন্দকার, রেইনবো স্টার সোসাইটি প্রতিষ্ঠাকালীন সদস্য রিপন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আরাফাত, লাকসাম উপজেলা সমন্বয়ক সাইমুন আলম, প্রত্যয় সহ-পরিচালক এম.এইচ রাজু, রেইনবো ব্লাড ডোনেশন সোসাইটি সদস্য মিলন হোসেন প্রমুখ। SHARES প্রচ্ছদ বিষয়: