সাইফুল ইসলাম:
কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জাতীয়াতাবাদী দল বিএনপি'র শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পেরিয়া ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে উত্তর শাকতলী রাস্তার মাথায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য আলী হায়দারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উন্নয়ন সংগ্রাম পরিষদ সভাপতি ও বিএনপি নেতা আবু সায়েম আজাদ। প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জাসাস যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েম মজুমদার শিপু।
পেরিয়া ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভুট্টুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক সহ-সাধারণ সম্পাদক কাজী জসিম, পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, বিএনপি নেতা জাফর উল্ল্যা, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক খন্দকার হাবিবুর রহমান, যুবদল নেতা নূরে আলম পিন্টু, খান মোবারক, মিজানুর রহমান, মহসিন মিয়াজী, আহছান উল্লাহ, হাজী মাহবুব, ওমর ফারুক, জহিরুল ইসলাম, হাফেজ নুরুল আমিন। স্বেচ্ছাসেবক দল নাঙ্গলকোট উপজেলা যুগ্ম আহবায়ক ইসরাফিল খান, পেরিয়া ইউনিয়ন আহবায়ক আব্দুল মন্নান মনু,যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ, সদস্য সচিব মাহফুজ আলম সর্দার, পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি ফারভেজ মজুমদার প্রমুখ।