সাইফুল ইসলাম :
কুমিল্লার নাঙ্গলকোটে দেশীয় একটি এলজি ও চার রাউন্ড কার্তুজসহ জসিম (৩২) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে ঢালুয়া ইউপির চৌকুড়ি বাজার এলাকায় তাকে আটক করা হয়। তিনি সাতবাড়িয়া খালের পাড়ের বশির উদ্দিনের ছেলে। এলাকাবাসি জানান, চৌকুড়ি গ্রামের নজির আহম্মেদ (৫৫) নামে এক ব্যাক্তিকে অস্ত্রধারী যুবক খুঁজতে থাকেন। এসময় বাজারের লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে অস্ত্রসহ জসিমকে নিয়ে যায়।
নাঙ্গলকোট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এক যুবককে দেশীয় অস্ত্রসহ স্থানীয়রা আটক করেছে। এমন সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই।
নাঙ্গলকোট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সৈকত বলেন,অস্ত্রধারী যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।