দেবিদ্বারে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের মাঝে অর্থ সহায়তা

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

মাহফুজ আহম্মেদ:
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা ও মত বিনিময় সভা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ১ই নভেম্বর-২৪ শুক্রবার সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে আল-সুন্নাহ ফাউন্ডেশন ও এন আর বি সি ব্যাংক এর সহযোগীতায় ২জন নিহত ও ২২জন আহতদের মাঝে ১৩লক্ষ টাকা অর্থ প্রদান করেন। এর আগে ১০জন শহীদ পরিবারে ২০লক্ষ টাকা ও আহতদের মাঝে ৬লাখ টাকা অর্থ প্রদান করা হয়৷
অর্থ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার উপজেলার অন্যতম সমন্বয়ক নাজমুল হাসান নাহিদ, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, ডেপুটি ব্যাবস্থাপনা পরিচালক হুমায়ন কবির প্রমূখ।