মাহফুজ আহম্মেদ:
কুমিল্লার দেবিদ্বারে বাস, ট্রাক ও লড়ির ত্রিমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯ টার সময় কুমিল্লা সিলেট মহাসড়কের চরবাকর এলাকায় এই দূর্ঘটনা ঘটে৷ এ সময় সড়কের দুই পাশে তীব্র যানযট সৃষ্টি হয়। দূর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিয়ে যায়৷
স্থানীয়রা জানাই, দীর্ঘদিন যাবত কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক একটি মৃত্যুর সড়কে পরিনত হয়েছে।নামে বেনামে বাস সার্ভিসের বেপোরোয়া গতির কারণে প্রতিদিন সড়কটির কোনো না কোন স্থানে ঘটছে দূর্ঘটনা৷ ছোট একটি মহাসড়ক অথচ ৩০ টির বেশি বাস সার্ভিস এই রুটে চলাচল করে৷ নেই ট্রাফিক পুলিশ, নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই চলছে যানবাহন৷ যতদিন এই সড়কে শৃঙ্খলা না ফিরতে, ততদিন মৃত্যুর মিছিল বাড়তে থাকবে।
এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ পারভেজঁ আলী জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে,ইতোমধ্যে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে৷ সড়কের উপরে লড়িটি এমনভাবে উল্টে গেছে, যার কারণে সড়কের দুপাশে তীব্র যানযট সৃষ্টি হয়েছে। যানযট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।