সাহাদাৎ সরকার:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের পরিচালক ও রেঞ্জ কমান্ডার আশিষ কুমার ভট্রাচার্য বিভিএমএস নোয়াখালী জেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন কালে বলেন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় কুমিল্লা রেঞ্জের ৬টি জেলার ১৯০৬ টি পুজা মন্ডপে ১২৪০১ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৮ই অক্টোবর) দুপুর ২টায় কুমিল্লা রেঞ্জের নোয়াখালী জেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন কালে তিনি আরো বলেন দুর্গাপুজার উৎসবে কুমিল্লা রেঞ্জের সকল মন্ডপের নিরাপত্তায় প্রশিক্ষণ প্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক থাকবে। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের হীন স্বার্থকে চরিতার্থ করার জন্যই অনেক সময় ইচ্ছাকৃত ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি বাংলাদেশের অনন্য অবস্থানে আঘাত করে। সেক্ষেত্রে দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জনে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য রেঞ্জের প্রতিটি জেলায় ৪৩টি টিমে ২১৫জন আনসার ব্যাটালিয়ন সদস্য মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও সদা জাগ্রত থেকে পুজা মন্ডপে টহল পরিচালনা করবেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় আনসার ব্যাটালিয়ন মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে প্রতিটি পুজা মন্ডপে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুজা মন্ডপ
কমিটির নিজস্ব স্বেচ্চাসেবক টিমেরও দায়িত্ব পালনের নির্দেশনা রয়েছে। এসব ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে হবে। আনসার ও ভিডিপি
সদস্য-সদস্যাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সহনশীলতা পরিচয় বহন করবে। সেই সাথে তিনি আশাবাদ ব্যক্ত করেন, হিন্দু ধর্মাবলম্বী প্রত্যককে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন। পাশাপাশি তিনি অন্য সব ধর্মাবলম্বীদের, সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগীতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাৎসব উদযাপনের শান্তিপূর্ন ও উৎসবমূখর পরিবেশ সৃষ্টিতে নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহবান জানান।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, মোঃ জানে আলম সুফিয়ান, পিপিএম, পরিচালক ০৫ আনসার ব্যাটালিয়ন, সুহিলপুর,
ব্রাহ্মণবাড়িয়া, জেলা কমান্ড্যান্ট মো:সুজন মিয়া, নোয়াখালীন জেলা, সহকারি পরিচালক, মোঃ সোহেল রানা সরকার, কুমিল্লা রেঞ্জ, সার্কেল এ্যাডজুট্যান্ট, মোঃ তাজির আজাদ কুমিল্লা রেঞ্জ এবং স্বস্ব উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।