দাউদকান্দির বারপাড়া ও সুন্দলপুর ইউনিয়ন জামায়াতের আমীরদ্বয়ের শপথ গ্রহণ ও কর্মী সম্মেলন দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪ মাসুম বিন ইদ্রিস: দাউদকান্দির বার পাড়া ও সুন্দলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীরদ্বয়ের শপথ গ্রহণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শহীদনগর বাসস্ট্যান্ডে ২০২৫-২৬ সেশনের জন্য উপজেলার বারপাড়া ও সুন্দলপুর ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর আমীর দ্বয়ের শপথ গ্রহন উপলক্ষে কর্মী সম্মেলন সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে সুন্দলপুর ইউনিয়ন শাখা জামায়াতের আমীর মাওলানা নুরুজ্জামান খান ও বারপাড়া ইউনিয়নের আমীর আব্দুস সালাম শপথ গ্রহন করেন। সুন্দলপুর ইউনিয়ন জামায়াত সভাপতির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ মনিরুজ্জামান বাহলুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের মজলিশে সূরা সদস্য মাওলানা খন্দকার আবুল বাশার, কর্মপরিষদ সদস্য মোশাররফ হোসেন, দাউদকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি মনিরুজ্জামান, অন্যান্যদের মধ্যে আব্দুল লতিফ, অধ্যাপক জয়নাল আবেদীন,তৌহিদুল ইসলাম ভুঁইয়া, খন্দকার মোঃ জহিরুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম,কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক শিবির সভাপতি হাবিবুর রহমান। বার পাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাবিবউল্লাহ প্রধানের সঞ্চালনায় বিকেলে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়। SHARES প্রচ্ছদ বিষয়: