তেরো বছর পর জন্মস্থানে কায়কোবাদ শোকরানা মাহফিল জনসমুদ্রে পরিনত

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
পতিত ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘ তেরো বছর পর জন্মস্থান কুমিল্লার মুরাদনগরে প্রত্যাবর্তন করেন। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রিয় নেতা কায়কোবাদকে একনজর দেখতে উপজেলা সদরে লাখো মানুষের ঢল নামে। শোকরানা ও দোয়া মাহফিল শেষে মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে পিতা-মাতা ও পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করেন।
শোকরানা ও দোয়া মাহফিলে এসময় আরো উপস্থিত ছিলেন কায়কোবাদের ছোট ভাই কেএম মুজিবুল হক, কাজী জুন্নুন বসরী, কাজী শাহ আরেফিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক মীর, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারি প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের আমীর মুফতি আমজাদ হোসাইন, নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহাম্মেদ, কামাল ভূইয়া, নজরুল ইসলাম, আজিজ মোল্লা, আমজাদ আলী তছু প্রমুখ। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ধর্মবর্ণ নির্বিশেষে লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ গত ২৮শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে অবতরন করেন। দল মত র্নিবিশেষে কায়কোবাদ দাদাকে স্বাগত জানাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সকল ধর্ম বর্ণ ও শ্রেণীপেশার লক্ষাধিক মানুষ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান ।