হোমনা প্রতিনিধি:
কুমিল্লার তিতাস থানার এক মামলায় হোমনা দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও হোমনা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম এবং হোমনা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি ও হোমনা পৌর আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।
তিতাস থানা সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সময় আন্দোলনে বাধাপ্রদান, মারধর, ভাংচুরের ঘটনায় তিতাস উপজেলা কড়িকান্দি গ্রামের আঃ রহিমের ছেলে জামির বাদী হয়ে তিতাসের সাবেক দুই সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান,ইউপি চেয়ারম্যান সহ ১৪২ জনের নাম এবং ১৫০ থেকে ২০০ অজ্ঞাত আসামী করে তিতাস থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর -৩ তারিখ ৫/৯/২০২৪। গ্রেফতারকৃতদের অজ্ঞাত আসামী হিসাবে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
হোমনা থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, তিতাস থানার মামলা নং ৩ এর আসামী গ্রেফতারের লক্ষে তিতাস থানা পুলিশের অনুরোধে তাদের গ্রেফতার করে তিতাস থানাকে সহযোগীতা করা হয়েছে।