আকিবুল ইসলাম হারেছ:
দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা, হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, ইজতেমা মাঠ দখলের পাঁয়তারা এবং সাদ পন্থিদের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার ওলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যনারে মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার ও চান্দিনা থানার অফিসার ইনচার্জ বরাবর ৫ টি দাবী উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেন।
পরে সমাবেশে চান্দিনা থানা ক্বওমী মাদরাসা সংগঠনের সিনিয়র সহ সভাপতি মুফতী কেফায়েত উল্লাহ নোমানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সহ সাধারণ সম্পাদক মাওলানা দ্বীন মোহাম্মদ আশরাফ।
তিনি বলেন, সাদ এর সংগঠন ও ইস্কনসহ দেশের অন্যান্য সকল বিশৃঙ্খলা সৃষ্টিকারী দলের মূল হোতা ভারত এবং ইজরায়েল। গোয়েন্দা সংস্থা 'র' এবং মোসাদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই এরা নিয়মিত ষড়যন্ত্র করে যাচ্ছে।অন্তবর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করতে সাদ পন্থীরা টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা, হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এবং ইজতেমা মাঠ দখলের পাঁয়তারা করেছে। এর আগে ২০১৮সালেও তারা ইজতেমায় হামলা চালিয়েছিলো কিন্তু তৎকালীন সরকার তাদের বিচারের আওতায় আনেনি।এই সমস্যাকে শুধু তাবলীগ ওয়ালাদের সমস্যা মনে না করে দেশের জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করা হোক। এসব সংগঠনকে পুরোপুরি নিষিদ্ধ করার মাধ্যমে এর শেকড় সমূলে উৎপাটন করা হোক। অন্যথায় ভবিষ্যতে এরা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
তিনি আরও বলেন, চান্দিনা উপজেলার সকল মসজিদে সাদ পন্থিদের কার্যক্রম বন্ধ করতে হবে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাদ পন্থি ডা.কায়সারসহ সাদের অনুসারী সকল কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। যদি প্রশাসন দাবি না মানে তাহলে আমরা মহাসড়ক অবরোধ করব।এছাড়াও এতাতীদের ষড়যন্ত্রের পূর্বের ইতিহাস তুলে ধরে তাওহীদী জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এধরনের অপচেষ্টা রুখে দিতে উদাত্ত আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, চান্দিনা থানা কওমি মাদ্রাসা সংগঠনের সাধারন সম্পাদক মুফতি ফয়জুল্লাহ,হেফাজত ইসলাম চান্দিনা পৌর শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ জোবায়ের ইসলাম,আশরা মাদরাসার মুহতামিম মুফতি ইয়াহইয়া রাশেদ কাসেমী, দারুল উলূম সাতবাড়িয়ার মুহতামিম মুফতি এনামুল হক,মুফতী মতিউর রহমান ফরায়েজী, মুফতি এমদাদুল্লাহ, দারুল উলূম সাতবাড়িয়ার শিক্ষক মুফতি তানযিল হাসান, মুফতী জাকির সালেহ আরমানী, চান্দিনা তাবলীগ মারকাজের জিম্মাদার ওমর ফারুক,হাফেজ মো. ওযায়ের, আল আমিনসহ চান্দিনার শীর্ষ ওলামায়ে কেরাম ও আলমী শূরার তাবলীগের জিম্মাদারগণ।