ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
গতকাল কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের এক ও অভিন্ন কারিকুলামে অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন বৈষম্যিবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কমিটির চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক কবির আহম্মেদ, কুমিল্লা জেলা সেটেলমেন সার্ভেয়ার সমিতির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন টুটুল, কুমিল্লার সমন্বয়ক তানিয়া আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কুমিল্লা জেলা প্রশাসক বরাবর তারা একটি অবহিতকরনপত্র লিখেন।
এতে তারা বলেন
বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিপ্লোমাধারীগণ ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ, সড়ক, মহাসড়ক, ব্রীজ, কালভার্ট, ইমারত নির্মাণ, রাজউকের প্রকল্প বাস্তবায়ন করে প্লট বিতরণ, প্রতিরক্ষায় সেনানিবাস ও সৈনিক কর্মকর্তাদের প্লট বরাদ্দ প্রদান, নদী/খাল খনন, বাধ, নির্মাণসহ টপোগ্রাফিক, হাইড্রোগ্রাফিক জরীপসহ সরকারের সকল সরকারের সকল উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাঠ পর্যায়ের কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার/সমমানের পদে কর্মরত থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) ১৬৪ নম্বর প্রজ্ঞাপনের এবং ০১-১২-১৯৯৪ তারিখের প্রকাশিত বাংলাদেশ গেজেটে সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগকে তাঁহাদের অধীনস্থ অফিসসমূহে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার/সমমানের পদে সরকার নির্ধারিত গেডের কয়েক ধাপ নীচে ১৪/১৫/১৬ গ্রেডে নিয়োগ দেয়া হচ্ছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক। ২২-০৯-২০১৩ খ্রি. তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার গৃহীত সিদ্ধান্ত মোতাবেক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) এ শিক্ষাগত যোগ্যতা সম্পন্নগণ সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) ১৯.১১.১৯৯৪ খ্রি. তারিখের সম (বিধি-২) পদোন্নতি-২৭/৯৪-১৬৪ নং স্মারকের সঙ্গে সামঞ্জস্য বিধায় তাদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার জন্য সুপারিশ করা হলেও আজও তা বাস্তবায়ন করা হয়নি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ অনুযায়ী ৪ (চার) বৎসর মেয়াদি সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকরি/দক্ষতার শ্রেণী করণে মধ্যম সারির ব্যবস্থাপক/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/সমতুল্য হিসেবে বলা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের ২য় শ্রেণির মর্যাদা দেয়া হচ্ছে না, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ এর সুস্পষ্ট লংঘন, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন এবং শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্যমূলক আচারণ। বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবমুখী কারিগরি শিক্ষার গুরত্ব বাড়তে থাকলেও দেশের সবচেয়ে প্রাচীনতম সার্ভেয়িং টেকনোলজির ডিপ্লোমাধারীগণের ব্যাপারে সরকারের উদাসিনতা অত্যন্ত দুঃখজনক। মাঠ পর্যায়ে কর্মরত সকল দপ্তরের সার্ভেয়ারগণ দীর্ঘদিন ধরে অসামঞ্জস্য/বৈষম্যমূলক বেতন স্কেলে বেতনভুক্ত হওয়ায় মারাত্বকভাবে মানসিক বৈষম্য নিরসনে ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) ১৬৪ নম্বর প্রজ্ঞাপন এবং ০১-১২-১৯৯৪ তারিখের প্রকাশিত বাংলাদেশ গেজেটের আলোকে সরকারের মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে চাপে রয়েছে যার প্রভাবে শতভাগ কর্মের প্রতি মনোযোগ আনায়নে বাধ্যগ্রন্ত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। এমতাবস্থায় সরকারের বিভিন্ন মন্ত্রনালয় কর্মরত সার্ভেয়ারগণ তার কর্মের মনোনিবেশে বিঘ্ন ঘটায়: সরকারের উন্নয়ন প্রকল্পসহ জনগনের দোরগোড়ায় ভূমি সেবা প্রদান স্থবির হয়ে যাওয়ার সমূহ সম্ভবনা রয়েছে। এরই ধারাবাহিকতায় বিগত ১১/০৯/২০২৪ খ্রি. বাংলাদেশের সকল জেলার, জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এবং বিভিন্ন সংস্থা/দপ্তর প্রধানগণের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং গত ১৬/০৯/২০২৪ খ্রি. জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপদেষ্টা পরিষদ, প্রশাসন ও দেশবাসীর কাছে সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলদের বৈষম্যে ও দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরা হয়। ইতোমধ্যে ১ অক্টোবর ২০২৪ খ্রি. হতে ৩ অক্টোবর ২০২৪ খ্রি. (সকাল ০৯:০০ থেকে দুপুর ০৯:০০ পর্যন্ত) অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশৃঙ্খলভাবে পালন করা হয়েছে। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার আবেদন ও তাগিদ প্রদান করা স্বত্বেও অজানা কারনে আমাদের ন্যায়সঙ্গত অধিকার হতে কর্মরতদের অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে আমাদের দীর্ঘ দিন আন্দোলন, সংগ্রাম অব্যাহত রয়েছে। বঞ্চিত করা হচ্ছে এবং এ বিষয়ে সরকারের উদাসিনতা অত্যন্ত দুঃখজনক। এমতাবস্থায়, অদ্য ০৫/১০/২০২৪ খ্রি. তারিখে সকাল-১০.০০ ঘটিকায় বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট, কুমিল্লায় আয়োজিত ছাত্র পেশাজীবি পরিষদের সমন্বয় সভায় উপস্থিত সকল ছাত্র প্রতিনিধি, সদস্যগণ ও নেতৃবৃন্দের গৃহীত সিদ্বান্ত মোতাবেক আগামী ০৭ অক্টোবর ২০২৪ খ্রি. থেকে ০৮ অক্টোবর ২০২৪ খ্রি. (সোমবার- মঙ্গলবার পর্যন্ত) পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হবে। ছাত্র-জনতার গণ অভ্যুত্থান, ২০২৪ এর প্রতিপাদ্য বিষয়, বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে সরকারের সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে/২য় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করার জন্য ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপন বাস্তবায়নের তথা পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আগামী ০৮ অক্টোবর, ২০২৪ এর মধ্যে আমাদের অধিকার ১০ গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন না হলে “বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ” ৮ অক্টোবর ২০২৪ খ্রি. সন্ধায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।