জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ৩১৯ বস্তা ভারতীয় চিনি সহ দুইজন আটক দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪ উপজেলা প্রতিনিধি,জৈন্তাপুর: জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ৩১৯ বস্তা ভারতীয় চিনি সহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তিদের নাম মো শহীদ মিয়া (১৯)। সে হরিপুর শ্যামপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। অপরজন হলেন, মো জহির মিয়া (২০)। সে একই গ্রামের মো আতাউর রহমানের ছেলে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, শনিবার (৫ই অক্টোবর) বাংলাদেশ ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ বিন মাহফুজের নেতৃত্বে সন্ধ্যায় হরিপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর টহলটিম। এ সময় টহলটিমে থাকা ওয়ারেন্ট অফিসার হাসেম সহ সঙ্গীয় সেনাফোর্স হরিপুর সাকসেস স্কুল সংলগ্ন এলাকায় দুইটি ট্রাক হতে ৩১৯ বস্তা ভারতীয় চিনি সহ দুইজনকে আটক করে। খবর পেয়ে ১৯ বিজিবি’র সুরইঘাট বিওপি’র হাবিলদার ওরিপুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌছে। পরে আটককৃত চিনি ও আসামিদ্বয়কে বিজিবির নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৯ বিজিবি ( জকিগন্জ ব্যাটালিয়ন) ‘র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আসানুন্নবি পিএসসি। SHARES প্রচ্ছদ বিষয়: