স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে বেগম খালেদা সফিক ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্ত অসহায়-হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাস্টার বাড়ী জামে মসজিদ সংলগ্ন মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা সফিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘শীতের তীব্রতায় অনেকেই এখন কষ্ট পাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সামাজিক সংগঠনগুলো শীতার্তদের পাশে দাঁড়ালে তারা বেশ উপকৃত হবে। এ সময় তিনি মানবিক সংগঠনগুলোকে শীতার্তদের পাশে থাকার উদাত্ত আহবান জানান। এক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন তিনি।’
বেগম খালেদা-সফিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো: সাজেদুর রহমান মোল্লা হিরণ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীরহাট ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শাহআলম মোল্লা, মুন্সীরহাট ইউপি’র ১নং প্যানেল চেয়ারম্যান মো: আলমগীর হোসেন।
বিশিষ্ট সমাজসেবক মো: হেলাল মোল্লার পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসন্ডা মাস্টার বাড়ী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ ইউছুফ, বিশিষ্ট সমাজসেবক মো: আব্দুল কাদের মোল্লা, মো: বাদশা মিয়া, মো: জুয়েল, মো: সজিব, মো: লিমন, মো: নয়ন প্রমুখ।