স্টাফ রিপোর্টার:
কুয়েতের আব্বাসিয়া জমজম হোটেলে যথাযোগ্য শ্রদ্ধায় ও ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন রেমিট্যান্স যোদ্ধা সোসাইটির সভাপতি আ ক ম আজাদ।
সোসাইটির সহ-সভাপতি আমির হোসেন মজুমদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বাংলা ভাষার ইতিহাস ও প্রবাসে বাংলা ভাষার চর্চা ও বিকাশের সম্ভাবনা ও বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়েত কমিউনিটির বিশিষ্ট শিক্ষানুরাগী জাফর আহমেদ চৌধুরী (এম কম), আহমেদ আলী রানা, ইউনুছ মাহমুদ, মোহাম্মদ আলমগীর ভূঁইয়া, মো: জাহাঙ্গীর আলম, হাফেজ আব্দুল আউয়াল, সাজেদুল করিম মনসুর, আব্দুল হালিম খান প্রমুখ।
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দেড় কোটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার, মর্যাদা ও সুরক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রবাস বাংলা মিডিয়া কুয়েত কর্তৃক প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ ‘রেমিট্যান্স যোদ্ধার’ মোড়ক উন্মোচন করা হয় এবং উপস্থিত সুধীজনের মাঝে দি পাথফাইন্ডার পাবলিকেশন্স থেকে প্রকাশিত রেমিট্যান্স যোদ্ধা বইটি উপহার দেয়া হয়।