কুমিল্লা নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪

স্টাফ রিপোর্টার :
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়, ঝাউতলা, ধর্মপুর, চকবাজার,সহ কুমিল্লার নগরীর ২২টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মনিরুল হক সাক্কু বলেন, উৎসব মূখর পরিবেশে কুমিল্লা নগরীর শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। নানা জাতি ধর্ম বর্ণের মানুষের একত্রে বসবাসের কারণে কুমিল্লা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান। সম্প্রীতির সেই ঐতিহ্য অটুট রেখে কুমিল্লা সকল পূজারী ও দর্শনার্থীরা শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করছেন। সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে নগরবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।