শাহাদাৎ সরকার:
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর প্রয়োগ এবং সম্ভাবনা নিয়ে গতকাল বুধবার কুমিল্লা আইনজীবী সমিতিতে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক বিচারপতি ব্যারিষ্টার এ এফ এম আবদুর রহমান। মূল বক্তব্য দেন ব্যারিষ্টার খন্দকার এম এস কাউসার। আরো বক্তব্য দেন কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, সাবেক পিপি আ হ ম তাইফুর আলম প্রমুখ। বিচারপতি আবদুর রহমান তার বক্তব্যে বলেন, ভূমি আইনে অনেক ত্রুটি আছে। এগুলো আইনজীবীরা সমাধান করতে হবে। পার্লামেন্টে আইনজীবীরা যেতে হবে। নূন্যতম ৭০ ভাগ সদস্য আইনজীবী থাকতে হবে। নবীন আইনজীবীরা পার্লামেন্টে যেতে হবে। এ আইনের দ্বারা মামলা জট সৃষ্টি হবে। বিচারকরা চেহারা দেখে রায় দিলে হবে না। মুখ দেখে বিচার বন্ধ করতে হবে। অনেক বিচারক চেয়ারের অবমুল্যায়ন করছে। তিনি বলেন, যারা লেখাপড়া করে না তারা ভাল আইনজীবী হতে পারে না। মক্কেলের কাছে তাৎক্ষনিক জবাব দিতে হবে। তাহলে তিনি সন্তুষ্ট হবেন। তাহলে পেশাগত জীবনে সফল হবেন। এখান থেকে বিচারপতি হতে পারেন। অনুষ্ঠানে মূল বক্তব্য দেন ব্যারিষ্টার খন্দকার কাউসার। তিনি ভূমি আইনের বিভিন্ন দুর্বল দিক, এর প্রয়োগের বিধি তুলে ধরেন।