কুমিল্লায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় নি’হত-৩

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪

মাহফুজ বাবু:
কুমিল্লায় মামার বিয়ের অনুষ্ঠানে এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কায় ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২২ ডিসেম্বর) দিনগত সোমবার রাত আনুমানিক ১টায় কুমিল্লা আদর্শ সদরের শাসনগাছা-বুড়িচং সড়কের পালপাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলো—আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন, একই উপজেলার ভুবনঘর এলাকার মৃত মনির হোসেনের ছেলে মিনহাজুল ও বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন।
নিহত আহাদের মামা পাপন জানান, রাতে মোটরসাইকেল নিয়ে আড়াইওরা মধ্যমপাড়া গ্রামে মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন আহাদ ও ইমন। যাওয়ার পথে আড়াইওড়া উত্তর পাড়া এলাকায় স-মিলের সামনে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা গেলে তিন জনই মৃত্যুবরন করে।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, গতরাত আনুমানিক ১টার পর সদর উপজেলার পালপাড়া এলাকায় বুড়িচং সড়কে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন জন প্রাণ হারায়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে দুর্ঘটনায় আকষ্মিক তিন জনের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।