কুমিল্লায় বিনামূল্যে ২৭ হাজার ৮শ জন কিশোরী পাবে এইচ পি ভি টিকা

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪

আয়েশা আক্তার:
জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনর ২৭ হাজারের বেশি কিশোরীকে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে। সিটি করপোরেশনের (কুসিক) মাধ্যমে আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী এ বিশেষ টিকা কার্যক্রম চলবে।

এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সিটি করপোরেশনের হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা শামসুল আলম গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে এইচপিভি ক্যাম্পেইন বিষয়ে সার্বিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন কুসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.সায়েম ভূঁইয়া ও ডা: চন্দনা রানী দেবনাথ ।

২৪ শে অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ৫ম শ্রেণীতে অধ্যয়নরত ২৬ হাজার ৮০৪ জন ছাত্রীকে টিকা প্রদান করা হবে। এছাড়াও ৭ নভেম্বর থেকে২৪ নভেম্বর পর্যন্ত ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত২শত ৪ জন কিশোরীদের টিকা প্রদান করা হবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা সংবাদ সম্মেলন শেষ করে সকলের মাঝে পলিথিন নিষিদ্ধ মোড়কে খাবার পরিবেশন করায় তীব্র সমালোচনার মুখে পড়েন, এসময় সকল সাংবাদিকদের কাছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন।