কুমিল্লায় বিজিবির চোরাচালান অভিযানে অর্ধ কটি টাকার ভারতীয় চিনি জব্দ

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪

আয়েশা আক্তার:
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক মাদক ও চোরাচালান বিরোধী আভিযানের অংশ হিসেবে ৬৭৫০ কেজি ভারতীয় চিনি এবং ০১ টি বাংলাদেশী ট্রাকসহ আনুমানিক ৩৫,৮০,০০০/- (পয়ত্রিশ লক্ষ আশি হাজার) টাকা মূল্যের মালামাল জব্দ করে।

শনিবার (১৬ নবেম্বর) ৫ ঘটিকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোষ্টের টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত পিলার ২০৮০/এম হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া নামক স্থান হতে ৬৭৫০ কেজি চিনিসহ ০১ টি বাংলাদেশী ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৫,৮০,০০০/- (পয়ত্রিশ লক্ষ আশি হাজার) টাকা।