নিজস্ব প্রতিবেদক:
এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা সিভিল সার্জন অফিসে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক প্রতিনিধি ও মাদ্রাসা শিক্ষক প্রতিনিধিদের নিয়ে উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিভিন্ন উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে পূর্ব ঘোষিত এইচপিভি টিকা প্রদানের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় সরকারের পক্ষ থেকে আগামী ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করায় টিকা দানে অভিভাবক ও শিক্ষার্থীদের আরো সচেতন হওয়ার জন্য ব্যপক প্রচার প্রচারণা করার তাগিদ দেয়া হয়।
এছাড়া বক্তাগন বলেন, বিশ্বের প্রায় ১৪টি মুসলিম রাষ্ট্রে ইতিমধ্যে এ টিকা প্রদান করা হয়েছে। তাই কোন প্রকার গুজবে কান না দিয়ে প্রতিটি নারী শিক্ষার্থীদের টিকাদান নিশ্চিত করতে হবে। তাহলেই আমাদের স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব থেকে আমরা রক্ষা পাবো।
এসময় আমন্ত্রিত মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত চিকিৎসকগণ তাদের উন্মুক্ত মতামত ব্যক্ত করেন।
স্বাস্থ্য অধিদপ্তর এর সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সহায়তায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার। সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ অব বাংলাদেশের স্বাস্থ্য প্রধান মায়া ভেনডেনেন্ট। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিসেফ ঢাকার হেল্থ অফিসার ডা. ফারহানা, ইউনিসেফ ইপিআই কনসালটেন্ট ডা. অশোক রেজা ও ডা. লু শান্তা দোলা, চট্টগ্রাম জোনের হেল্থ অফিসার ডা. দেলোয়ার হোসেন এবং ডা. বেনজির সুলতানা মেটারনাল এন্ড শিশু স্বাস্থ্য সহ সিভিল সার্জন অফিসের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।